ঢাকা, সোমবার, ১৩ মে, ২০২৪

১৫ দিনের মধ্যে আর ৫৪ লাখ টিকা পাওয়া যাবে : স্বাস্থ্যমন্ত্রী

মহামারি করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের লাগাম কষতে আগামী ১৫ দিনের মধ্যে কোভ্যাক্স ও চীন থেকে মোট ৫৪ লাখ টিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (৯ আগস্ট) দুপুরের দিকে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের এই তথ্য নিশ্চিত করেছেন তিনি।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৯-১০ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে কোভ্যাক্স থেকে আরও ৩৪ লাখ করোনার টিকা আসবে। চীন থেকে কেনা ১০ লাখ টিকা আসবে। তবে তারা আরও ১০ লাখ টিকা আমাদের উপহার হিসেবে দেবে।


তিনি বলেন, সবমিলিয়ে ৫৪ লাখ টিকা আগামী ১৫ তারিখের মধ্যে আমরা পেয়ে যাব। এতে আমাদের টিকাদান কার্যক্রমের গতি অব্যাহত রাখতে পারব।

ads

Our Facebook Page